৪ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০৬

এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে বিনামূল্যে ওয়েবসাইট করে দেবে 'পি সফট'

অনলাইন ডেস্ক

এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে বিনামূল্যে ওয়েবসাইট করে দেবে 'পি সফট'

শ্রেণীকক্ষ (ফাইল ছবি)

দেশের এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে বিনামূল্যে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করে দেওয়ার কাজ হাতে নিয়েছে 'পি সফট' নামে একটি প্রতিষ্ঠান। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সকল সুযোগ-সুবিধা সংবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই সুযোগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রি-ক্যাডেট, বাংলা ও ইংরেজি মাধ্যমের বিদ্যালয় ও মাদ্রাসা। তৈরিকৃত এই স্মার্ট ওয়েবসাইটে প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ফিচার যেমন- প্রতিষ্ঠানের পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিংঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, M.P.O ও জাতীয়করণের তথ্য, শিক্ষক-কর্মচারীর তথ্য, প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার, বিভাগভিত্তিক ক্লাস রুটিন, বিভিন্ন ফরম, বিভিন্ন নোটিশ, ফটো গ্যালারি, অভিযোগ কর্নার ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এসব ওয়েবসাইট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার হোস্ট করবে।


বিডি প্রতিদিন/হিমেল/মাসুদ রানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর