৪ অক্টোবর, ২০২৩ ২২:৪৯

গরম হচ্ছে আইফোন ১৫, দ্রুতই আসছে সমাধান!

অনলাইন ডেস্ক

গরম হচ্ছে আইফোন ১৫, দ্রুতই আসছে সমাধান!

ফাইল ছবি

মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠছে আইফোন ১৫ সিরিজের সদ্য উন্মোচিত সিরিজ ফোন। আর এর জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭ সংস্করণকে দায়ী করছেন পণ্য বিশ্লেষকেরা। তবে সমস্যা সমাধানে কাজ করছে অ্যাপল। 

জানা গেছে, অচিরেই কিছু আপডেটের মাধ্যমে গরম হওয়া সমস্যার সমাধান করবে অ্যাপল। চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আসতে পারে এমন খবর।

সূত্রে জানা গেছে, ১৭.০.৩ সংস্করণের বেটা পরীক্ষা চলছে। নতুন আসা আপডেটটি মূলত আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা সমাধান করবে। আইওএস (১৭.০.৩) সংস্করণ ঠিক কখন সবার জন্য উন্মোচিত হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি অ্যাপল।

ঠিক কী সমস্যার কারণে নতুন সিরিজে আসা আইফোন দ্রুত গরম হয়ে যাচ্ছে, তা সুনির্দিষ্ট করে ব্যাখ্যা করেনি অ্যাপল। তবে নতুন সফটওয়্যার আপডেট এ-১৭ প্রো চিপের কার্যকারিতা কোনো দিক দিয়েই সমস্যার সম্মুখীন হবে না।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর