১৪ নভেম্বর, ২০২৩ ১৬:৩১

রসিকতা বুঝতে সক্ষম ‘গ্রক বট’

অনলাইন ডেস্ক

রসিকতা বুঝতে সক্ষম ‘গ্রক বট’

গ্রক বট

ইলন মাস্কের এক্সএআই জেনারেটিভ এআইর কাতারে যোগ দিয়েছে। সম্প্রতি তিনি গ্রক বট এআই মডেল চালুর কথা জানিয়েছেন, যেটি রসিকতা বুঝতে সক্ষম। এই এআই মডেলটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও ব্যবহার করা যাবে।  

 রয়টার্সের খবরে বলা হয়েছে, এক্সএআইর প্রথম এআই মডেল হল ‘গ্রক বট’।

 প্রিমিয়াম প্লাস প্যাকেজের গ্রাহকরা প্রাথমিকভাবে এটি এক্সের ব্যবহার করতে পারবেন। গ্রক বটের সাইটে গেলে জানা যায়, আপাতত ভেরিফায়েড এক্স ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করতে পারছেন। 

ইলন মাস্কের দাবি, ওপেনএআই’র চ্যাটজিপিটি অথবা গুগল বার্ডের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে গ্রক বট।

এক্সের এক পোস্টে ইলন মাস্ক জানান, এক্সএআইর গ্রক একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে পাওয়া যাবে এবং একইসঙ্গে এক্সের সঙ্গে ব্যবহার করা যাবে।

এই স্টার্টআপের লক্ষ্য এমন এআই টুল তৈরি করা যেগুলো 'মানবজাতিকে জ্ঞানের অনুসন্ধানে সহায়তা করাবে'। এক্সএআইর দাবি, গ্রক কিছুটা রসবোধ সম্পন্ন এআই।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর