১৫ নভেম্বর, ২০২৩ ২২:২৩

আইন লঙ্ঘনের দায়ে গুগলকে ১ লাখ ৬৫ হাজার ডলার জরিমানা রাশিয়ার

অনলাইন ডেস্ক

আইন লঙ্ঘনের দায়ে গুগলকে  ১ লাখ ৬৫ হাজার ডলার জরিমানা রাশিয়ার

মস্কোর একটি আদালত মঙ্গলবার মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে ডেটা স্থানীয়করণ আইন লঙ্ঘনের জন্য ১৫ মিলিয়ন রুশ রুবেল (১৬৫,০০০ ডলার) জরিমানা করেছে।

স্থানীয়করণ আইন অনুযায়ী, আইটি কোম্পানিগুলোকে রাশিয়ার অভ্যন্তরে সার্ভারে রাশিয়ান ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ করতে হয়।
একই অপরাধে ২০২১ সালের আগস্টে গুগলকে ৩০ লাখ রুবেল জরিমানা করা হয়।

২০১৬ সালের আগস্টে রাশিয়ার সার্ভারে রাশিয়ান ব্যবহারকারীর ডেটা স্থানান্তর করতে ব্যর্থ হওয়ার কারণে কর্মসংস্থান-কেন্দ্রিক মার্কিন সামাজিক নেটওয়ার্ক লিংকডইন রাশিয়ায় বন্ধ করা হয়েছিল। টুইটার ও ফেসবুকও নিষিদ্ধ রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর