৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:৪৩

চীনের সাবমেরিন খুঁজতে ‘এআই’ ব্যবহার করবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

চীনের সাবমেরিন খুঁজতে ‘এআই’ ব্যবহার করবে অস্ট্রেলিয়া

গত মাসে নৌবাহিনীর এক ডুবুরি আহত হওয়ার পর চীনা সাবমেরিনট্র্যাক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় টহলের সময় তিন দেশের সোনোবয় বা পানির নিচে সনাক্তকরণ ডিভাইস থেকে সংগৃহীত বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের জন্য ক্যানবেরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে যোগ দেবে।

শুক্রবার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইউকেইউএস প্রতিরক্ষা প্রধানদের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি নিরাপত্তা অংশীদারিত্ব, যার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন অর্জনে অস্ট্রেলিয়াকে সহায়তা করবে।

গত মাসে অস্ট্রেলিয়া দাবি করেছিল, জাপানের কাছে আন্তর্জাতিক জলসীমায় চীনা যুদ্ধজাহাজের ‘সোনার ডাল’-এর আঘাতে তাদের নৌবাহিনীর সদস্যরা সামান্য আহত হয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, প্রযুক্তির নতুন প্যাকেজটি অস্ট্রেলিয়ার কৌশলগত পরিস্থিতির সাথে অত্যন্ত প্রাসঙ্গিক।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর