১৫ ডিসেম্বর, ২০২৩ ১৬:০৩

আবুধাবিতে ‘ফ্রি পাবলিক ওয়াইফাই’ সেবা চালু

অনলাইন ডেস্ক

আবুধাবিতে ‘ফ্রি পাবলিক ওয়াইফাই’ সেবা চালু

এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরজুড়ে স্থানীয় বাসিন্দারা এবং দর্শনার্থীরা বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। 

শহরের পৌরসভা ও পরিবহন বিভাগ (ডিএমটি) বাস, সমুদ্র সৈকত এবং পাবলিক পার্কসহ আমিরাত শহর জুড়ে বিনামূল্যে এই ওয়াই-ফাই সেবা চালু করেছে। 

সংযুক্ত আরব আমিরাতের পরিষেবা সরবরাহকারীদের সহযোগিতায় পৌরসভা ও পরিবহন বিভাগের এই উদ্যোগ পাবলিক পার্কগুলিতে (আবু ধাবিতে ১৯টি, আল আইনে এবং আল ধাফরা অঞ্চলে ১৪টি) সেবা দেবে। খুব শিগগিরই আবুধাবি কর্নিশ সৈকত এবং আল বাতিন সৈকতেও বিনামূল্যে ওয়াইফাই সেবা পাওয়া যাবে। 

পৌরসভা ও পরিবহন বিভাগের (ডিএমটি) চেয়ারম্যান মোহাম্মদ আলী আল শোরাফা বলেন, আমরা সর্বত্র এমন সেবা দিতে পেরে গর্বিত। আইএমডি স্মার্ট সিটি ইনডেক্স ২০২৩-এ আবুধাবির বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪১টি শহরের মধ্যে ১৩ তম। এটা উন্মুক্ততা, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং স্থায়িত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং স্মার্ট সিটি উন্নয়নের প্রতি আমাদের উৎসর্গের বৈধতা দেয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর