২৮ ডিসেম্বর, ২০২৩ ২১:১০

বছর শেষে টেলিগ্রাম আনলো নতুন ফিচার

অনলাইন ডেস্ক

বছর শেষে টেলিগ্রাম আনলো নতুন ফিচার

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম বছর শেষে নতুন আপডেট এনেছে। এর অংশ হিসেবে টেলিগ্রামে একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এসব ফিচারের মধ্যে চ্যানেল কাস্টমাইজ করা ও স্টোরিতে পোস্ট শেয়ার করার মতো বিষয় রয়েছে।   

 যাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারা নতুন আপডেটে সেগুলো ডিজাইনে পরিবর্তন আনতে পারবে। চ্যাটিংয়ের রঙ পরিবর্তনের পাশাপাশি এখন চাইলে প্রোফাইল কভারে লোগো যুক্ত করা যাবে। এ ছাড়া স্ট্যাটাসে ইমোজির সেট করতে পারবে। 

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো স্টোরি শেয়ার করা যাবে। এটি চ্যানেলের মেসেজকে পুনরায় পোস্ট হিসেবে স্টোরিতে যুক্ত করার সুবিধা দেবে। স্টোরিতে ছবি, ফাইল, অডিও থেকে শুরু করে ভিডিও মেসেজও যুক্ত করা যাবে। এর আগে এই সুবিধাটি শুধু প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য ছিল।

এ ছাড়া নতুন প্রিমিয়াম গিফটের একটি ফিচার যুক্ত হয়েছে। এর মাধ্যমে একজন ব্যবহারকারী একবারে ১০ জনকে নির্বাচন করে এক ক্লিকে টেলিগ্রাম প্রিমিয়াম গিফট দিতে পারবে। নতুন আপডেটের মাধ্যমে আরও একটি সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে পোস্ট কয়জন দেখেছে ও রিঅ্যাকশন দিয়েছে সে সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর