১০ জানুয়ারি, ২০২৪ ১৯:৫০

এআই-চালিত ‘ভুল তথ্য’ বিশ্বব্যাপী ঝুঁকি তৈরি করছে: রিপোর্ট

অনলাইন ডেস্ক

এআই-চালিত ‘ভুল তথ্য’ বিশ্বব্যাপী ঝুঁকি তৈরি করছে: রিপোর্ট

অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সুপারচার্জ করা মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য গণতন্ত্রকে ধ্বংস করতে এবং সমাজের মেরুকরণের হুমকি দিচ্ছে। এটা বিশ্ব অর্থনীতির জন্য শীর্ষ তাৎক্ষণিক ঝুঁকি। 

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার সর্বশেষ  গ্লোবাল রিস্ক নিয়ে এই রিপোর্টে প্রকাশিত হয়েছে। সংস্থাটি আরও বলেছে, বিস্তীর্ণ পরিবেশগত ঝুঁকিও দীর্ঘমেয়াদের জন্য সবচেয়ে বড় হুমকি।

সুইস স্কি রিসোর্ট শহর ডাভোসে অভিজাত সিইও এবং বিশ্ব নেতাদের বার্ষিক সমাবেশের আগে প্রতিবেদনটি প্রকাশ করা হলো। প্রায় ১৫০০ বিশেষজ্ঞ, শিল্প নেতা এবং নীতিনির্ধারকদের একটি সমীক্ষার ওপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর