২০ জানুয়ারি, ২০২৪ ১৬:৩৩

এবার গান বানিয়ে দেবে টিকটকের এআই!

অনলাইন ডেস্ক

এবার গান বানিয়ে দেবে টিকটকের এআই!

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নেমেছে বিশ্বের বড় বড় টেক জায়ান্টরা। এবার ক্ষুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকও হাঁটলো সেই পথে। জনপ্রিয়তার সাথে সাথে টিকটকের সমালোচনাও আছে বেশ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে চীনা কোম্পানিটি আছে তোপের মুখে।

টিকটক ভিডিওর সাথে পছন্দসই গান জুড়ে দেওয়া একটি স্বাভাবিক প্রবণতা। এবার এআই ব্যবহার করে নিজেদের পছন্দমতো গান তৈরির সুযোগও চালু করতে যাচ্ছে টিকটক। ‘এআই সং’ নামের এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা অন্যের গাওয়া গানের বদলে নিজেদের তৈরি করা গানই ভিডিওতে ব্যবহার করতে পারবে।

টিকটকের তথ্য মতে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘ব্লুম’-এর মাধ্যমে লিখিত প্রম্পট থেকে গান তৈরি করা যাবে। ফলে গানের কথা লিখে দিলেই সে অনুযায়ী সুর যোগ করে নতুন গান তৈরি করে দেবে ‘এআই সং’। ব্যবহারকারীরা চাইলে গানের ধরনও নির্বাচন করতে পারবেন। এখনো এই টুলটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর