২৪ জানুয়ারি, ২০২৪ ১৬:৩০

মেটা শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে : হুইসেল ব্লোয়ার

অনলাইন ডেস্ক

মেটা শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে : হুইসেল ব্লোয়ার

মেটার সাবেক জ্যেষ্ঠ প্রকৌশলী আর্তুরো বেজার দাবি করেছেন, অবকাঠামো থাকা সত্ত্বেও ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।

বেজার তার গবেষণার উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন, ১৩-১৫ বছর বয়সীদের মধ্যে ৮.৪% গত সপ্তাহে ইনস্টাগ্রামে কাউকে নিজের ক্ষতি করতে বা অন্যের ক্ষতি করার হুমকি দিতে দেখেছেন এবং ২০১৯ সালে তিনি যখন সংস্থায় ফিরে আসেন তখন পূর্ববর্তী গবেষণায় দেখা যায় ১৩-১৫ বছর বয়সীদের মধ্যে আটজনের মধ্যে একজন অযাচিত যৌন প্রস্তাবের শিকার হয়েছিল। পাঁচজনের মধ্যে একজন উৎপীড়নের শিকার হয়েছিল  এবং 8%  নিজের জন্য ক্ষতিকর এমন কনটেন্ট দেখেছে।

হতাশা, নিজের ক্ষতি এবং আত্মহত্যার সাথে সম্পর্কিত কনটেন্ট দেখার পরে ২০১৭ সালে মলি রাসেল আত্মহত্যা করে। এই ঘটনার পর বেজার বলেন, মেটা যথাযথ পদক্ষেপ নেয়নি।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর