১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:৫৩

বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করেছে চীনা হ্যাকাররা, দাবি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করেছে চীনা হ্যাকাররা, দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চীন-সমর্থিত একটি হ্যাকিং অপারেশন নস্যাৎ করে দিয়েছেন। তবে দুই পরাশক্তি যদি কখনো যুদ্ধে জড়ায়, তাহলে ভবিষ্যতে হুমকির আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে এফবিআই।

চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকিং গ্রুপ ভোল্ট টাইফুন চীনের নির্দেশে পানি শোধনাগার, বৈদ্যুতিক গ্রিড, তেল ও প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং পরিবহন ব্যবস্থার মতো সরকারি খাতের স্থাপনা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল বলে অভিযোগ এফবিআইএর ।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন যদি কখনো যুদ্ধে জড়ায় তাহলে বেইজিং আমেরিকানদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, 'প্রত্যেক আমেরিকানকে' আক্রান্ত করে এমন সাইবার হুমকির বিষয়ে জনসাধারণের দৃষ্টি খুবই কম।

রে আরও বলেন, চীনের হ্যাকাররা আমেরিকান অবকাঠামোতে ধ্বংসযজ্ঞ চালাতে এবং আমেরিকান নাগরিক ও সম্প্রদায়ের বাস্তব বিশ্বের ক্ষতি করার প্রস্তুতি নিচ্ছে। ‍সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর