১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০৮:৩২

কল ড্রপ সমস্যার সমাধান

অনলাইন ডেস্ক

কল ড্রপ সমস্যার সমাধান

প্রতীকী ছবি

কথা বলঅর সময় হঠাৎই নিজে থেকে ফোন কেটে যাওয়ার সমস্যাকে বলে কল ড্রপ। তবে চাইলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সমস্যার সমাধান-

সিম কার্ডের সমস্যা

প্রথমত এমন একটি সিম কার্ড বেছে নিন, যা আপনার এলাকায় ভালো নেটওয়ার্ক কভারেজ দেয়। বিভিন্ন অপারেটরের সিম কার্ড ব্যবহার করে তুলনা করতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেরা সিম কার্ড বেছে নিতে পারেন। কারণ এই সমস্যা বেশিরভাগটাই নেটওয়ার্কের কারণে হয়ে থাকে। 

সিগনালের কারণে

কল করার জন্য সব সময় ভালো কানেকশন বা সিগনালের প্রয়োজন হয়। যদি দেখেন এই সমস্যা কেবল বাড়ির ভিতরেই হচ্ছে, তাহলে আপনাকে বুঝে হবে  আপনার বাড়িতে ঠিকভাবে সিগন্যাল পাচ্ছে না। তাই ফোন নিজে থেকেই কেটে যাচ্ছে। সেক্ষেত্রে টেলিকম অপারেটরের সাথে যোগাযোগ করতে হবে।

ফোনের কভার খুলে ফেলুন

অনেক সময় ফোনের ব্যাক কভারের কারণেও এই সমস্যা হতে পারে।  ফলে এই ধরনের কল ড্রপ সমস্যা হলে ফোনের কভার খুলে কল করার চেষ্টা করুন। এছাড়াও আপনি ওয়াই-ফাই কলিং ব্যবহার করতে পারেন। তবে সব ফোনে এই ফিচার থাকে না।

ব্লুটুথ কানেকশন বন্ধ করুন

যদি ফোনের সাথে কোনও ব্লুটুথ ডিভাইস সংযুক্ত তাকে তবে সেটিকে ডিসকানেক্ট করুন। ফোনের ব্লুটুথটি বন্ধ করে দিন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর