১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৫৯

ইরানের জাহাজে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইরানের জাহাজে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, এক সপ্তাহ আগে লোহিত সাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

খবর অনুসারে, জানুয়ারির শেষের দিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪০ জন আহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

ওয়াশিংটনের পাল্টা পদক্ষেপের মধ্যে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে বিমান হামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

একটি সূত্র হ্যাক হওয়া ইরানি যুদ্ধজাহাজটিকে এমভি বেহশাদ বলে শনাক্ত করেছে।

মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে হর্ন অব আফ্রিকার জিবুতির উপকূলে কাজ করছিল জাহাজটি।

ওই কর্মকর্তা দাবি করেন, লোহিত সাগরে জাহাজের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের সরবরাহ করার ক্ষেত্রে এমভি বেহশাদের সক্ষমতা হ্রাস করার লক্ষ্যে এই সাইবার হামলা চালানো হয়েছিল। সূত্র : আরটি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর