শিরোনাম
৮ এপ্রিল, ২০২৪ ০৩:১১

‘রোবোট্যাক্সি’ আনছেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

‘রোবোট্যাক্সি’ আনছেন ইলন মাস্ক

এবার নতুন চমক নিয়ে হাজির মার্কিন ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আগামী ৮ এপ্রিলই টেসলা 'রোবোট্যাক্সি' উন্মোচন করবে। 

রোবটচালিত এই ট্যাক্সি স্বয়ংক্রিয়ভাবে চলবে। যা অনলাইনে ট্যাক্সি হিসেবে ভাড়া করা যায়। বিশেষ সফটওয়্যারে সাজানো এসব গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। যাত্রীরা অ্যাপ ব্যবহার করেই এই গাড়ির রাইড বুক করতে পারবেন।

ইলন মাস্কের পূর্বের ঘোষণা অনুযায়ী গতানুগতিক স্টিয়ারিং হুইল বা প্যাডেল থাকবে না। সম্পূর্ণ মানব নিয়ন্ত্রণবিহীন স্বয়ংক্রিয় হবে। সফটওয়্যার আপডেটের মাধ্যমে, টেসলার গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে চালানোর ক্ষেত্রে ক্রমান্বয়ে আরও উন্নত হয়ে উঠবে। এ স্বয়ংক্রিয় গাড়িগুলোই এক সময় ট্যাক্সি হিসেবে চলবে, এক সময় এটি থেকে গাড়ির মালিক চালক না রেখেই গাড়ি ভাড়া দিতে পারবেন।

২০১৯ সালের এপ্রিলে টেসলা ঘোষণা দিয়েছিলো, ২০২০ সালের মধ্যে তারা রোবোট্যাক্সি পরিচালনা শুরু করবে বলে আশা করছে। কিন্তু তাদের এই পূর্বাভাস বাস্তবের সঙ্গে মেলেনি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর