১২ জুন, ২০২৪ ২১:১৫

এলো ওয়্যারলেস বাংলা কি-বোর্ড এবং মাউস কম্বো

অনলাইন ডেস্ক

এলো ওয়্যারলেস বাংলা কি-বোর্ড এবং মাউস কম্বো

দেশের বাজারে লজিটেক নিয়ে এসেছে ওয়্যারলেস বাংলা কি-বোর্ড এবং মাউস কম্বো। ফলে কম্পিউটার ব্যবহার হবে আরো সহজ। 

বাংলা ফন্টে সহজে এবং স্বাচ্ছন্দ্যে কাজ করার জন্য লজিটেক এমকে২২০ বাংলা কম্বোটি ডিজাইন করা হয়েছে। 

এটি লজিটেকের প্রথম ওয়্যারলেস কি-বোর্ড যেখানে বাংলা ফন্ট (বিজয় লেআউট) এমবেড করা হয়েছে। এই কি-বোর্ডে ফুল-সাইজ কি-বোর্ড লেআউটের সাথে আছে একটি নম্বর প্যাড। কি-বোর্ডটিতে রয়েছে ২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস কানেকশন। ১০ মিটার পর্যন্ত নিরবিচ্ছিন্ন সংযোগ দিবে এই কি-বোর্ডটি। প্রতিষ্ঠানটির দাবি, বিশেষ পাওয়ার-সেভিং প্রযুক্তির কারণে কি-বোর্ডের ব্যাটারি লাইফ ২৪ মাস পর্যন্ত এবং মাউসের ব্যাটারি ১২ মাস পর্যন্ত স্থায়ী থাকবে।

কম্পিউটারের ইউএসবি পোর্টে ইউএসবি রিসিভারটি কেবল প্লাগিং বা সংযুক্ত করেই কি-বোর্ডটি চালু করা যাবে। উইন্ডোজ-ভিত্তিক কম্পিউটার এবং ক্রোমওএস-এর সাথে এমকে২২০ ওয়্যারলেস বাংলা কম্বো কি-বোর্ডটি সহজে ব্যবহার করা যাবে। এই ওয়্যারলেস কম্বো অফারে একটি মাউস রয়েছে যেটি দিয়ে সহজে ট্র্যাকিং এবং লাইন-বাই-লাইন স্ক্রোলিং করা যাবে। অ্যাম্বিডেক্সট্রাস ফিচারের সুবিধা হলো ব্যবহারকারীরা বাম-ডান উভয় হাতেই এই পোর্টেবল মাউসটি ব্যবহার করতে পারবে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর