২০ জুন, ২০২৪ ১৯:২০

জার্মানিতে আরও ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে অ্যামাজন

অনলাইন ডেস্ক

জার্মানিতে আরও ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে অ্যামাজন

প্রযুক্তিখাতের জায়ান্ট অ্যামাজন জানিয়েছে, তারা জার্মানিতে আরও ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। জার্মানিতে কর্মীসংখ্যাও এ বছর বাড়বে বলে জানিয়েছে তারা।

বুধবার এ তথ্য জানিয়েছে অ্যামাজন।

অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং সাবসিডিয়ারি অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর বিভিন্ন অবকাঠামো সম্প্রসারণ কাজে ৮.৮ বিলিয়ন ইউরো খরচ হবে। বাকি অর্থ লজিস্টিকস, রোবোটিকস ও দু’টি নতুন কর্পোরেট অফিস তৈরিতে ব্যয় হবে।

এ বছর শেষে জার্মানিতে অ্যামাজনের স্থায়ী কর্মীর সংখ্যা ৪০ হাজার হবে বলেও জানিয়েছে কোম্পানিটি। ২০২৩ সালে কর্মীর সংখ্যা ছিল প্রায় ৩৬ হাজার।

অ্যামাজন বলছে, ২০১০ সাল থেকে জার্মানিতে এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ প্রায় ৭৭ বিলিয়ন ইউরো।

জার্মানি যে এখনও ‘ব্যবসার জন্য আকর্ষণীয় স্থান’ অ্যামাজনের বিনিয়োগ সেটিই প্রমাণ করে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর