২৫ জুলাই, ২০২৪ ১৬:৪৫

আগামী বছর থেকে হিউম্যানয়েড রোবট ব্যবহার করবে টেসলা

অনলাইন ডেস্ক

আগামী বছর থেকে হিউম্যানয়েড রোবট ব্যবহার করবে টেসলা

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা আগামী বছর থেকেই হিউম্যানয়েড রোবট প্রস্তুত ও ব্যবহার করতে শুরু করবে। প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক এমনটাই জানিয়েছেন। 

এক সোশ্যাল মিডিয়া পোস্টে মাস্ক জানিয়েছেন, প্রথমে হিউম্যানয়েড রোবট ব্যবহার শুরু করবে টেসলা। এরপর ২০২৬ সালে এগুলো বিক্রি করা হতে পারে।  

মাস্ক জানান, 'অপটিমাস' নামের রোবট চলতি বছরের শেষ নাগাদ টেসলা ফ্যাক্টরিতে ব্যবহার করা হবে। 

টেসলা জানায়, অনিরাপদ, একঘেয়েমি ও বারবার করতে হয় এমন কাজে রোবটগুলো ব্যবহার করা হবে। এদিকে হোন্ডা ও বোস্টন ডায়নামিক্সও নিজেদের জন্য হিউম্যানয়েড রোবট তৈরি করছে। 

এদিকে মাস্ক জানায়, সাধারণ ব্যবহারের জন্যও রোবট তৈরি করা হবে। এক্ষেত্রে প্রতিটি রোবটের দাম হবে ২০ হাজার ডলারেরও কম। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর