১১ আগস্ট, ২০২৪ ১৩:২২

ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

ফেসবুকে ফলো বাটন যুক্ত করবেন যেভাবে

অনেকেই জানেন না খুব সহজে ফেসবুকে ফলো বাটন প্রোফাইলে যুক্ত করা যায়। ফেসবুকের সেটিংস থেকেই এটা করতে পারবেন। কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়।

কম্পিউটারে যেভাবে ফলো বাটন যুক্ত

> কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করত হবে। 
> এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস; অপশনে ক্লিক করুন
> এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন সিলেক্ট করুন
> এরপর ‘পাবলিক পোস্টস’ সিলেক্ট করতে হবে। 
> ‘হু ক্যান ফলো মি’-এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।

এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।

স্মার্টফোনে যেভাবে ফলো বাটন যুক্ত

> ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে ক্লিক করুন।
> এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে দিন।
> এরপর ‘সেটিংস’ বাটনে ক্লিক করুন।
> ‘প্রোফাইল সেটিংস’ এ ক্লিক করুন।
> এরপর ‘পাবলিক পোস্টস’ এ ক্লিক করুন।
> ‘হু ক্যান ফলো মি’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ক্লিক করুন। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর