শিরোনাম
৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:০১

হোয়াটসঅ্যাপ গ্রুপের ঝামেলা সামলানোর সহজ উপায়

অনলাইন ডেস্ক

 হোয়াটসঅ্যাপ গ্রুপের ঝামেলা সামলানোর সহজ উপায়

অনলাইন যোগাযোগের জগতে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। চাইলেও অনেক সময় পরিচিতদের মাধ্যমে এমন সব গ্রুপে যুক্ত হয়ে যাই, যেখানে আলোচনা বা পোস্টের সাথে মিল খুঁজে পাওয়া মুশকিল। তবে গ্রুপ থেকে বের হওয়া মানেই সমস্যা নয়। এর পরিবর্তে কিছু কৌশল ব্যবহার করে বিরক্তি এড়ানো এবং সময় বাঁচানো সম্ভব।

১. নোটিফিকেশন মিউট করা:
যেসব গ্রুপে অতিরিক্ত বার্তা আসে, তাদের নোটিফিকেশন বন্ধ করে রাখুন। এটি সহজ এবং কার্যকর উপায়। নোটিফিকেশন মিউট করে দিলে, আপনি নিশ্চিন্তে অন্য কাজ করতে পারবেন। এ জন্য গ্রুপ ইনফোতে গিয়ে মিউট নোটিফিকেশন অপশন বেছে নিন, এবং ৮ ঘণ্টা, ১ সপ্তাহ বা সবসময় বন্ধ রাখার বিকল্প নির্বাচন করুন।

২. গ্রুপ আর্কাইভ করা:
যদি গ্রুপের আলোচনা পুরোপুরি এড়িয়ে যেতে চান, তবে গ্রুপ আর্কাইভ করে রাখুন। এতে মেসেজগুলি ‘আর্কাইভ চ্যাটে’ জমা হবে এবং আপনার চোখের সামনে থাকবে না। নতুন বার্তা আসলে আর্কাইভ নিজে থেকেই খুলে যাবে। তবে আপনি ইচ্ছে করলেই আবার আর্কাইভ করতে পারবেন।

৩. চ্যাট না দেখেই ডিলিট:
কোনো গ্রুপের বার্তা পড়তে না চাইলেও আপনি চ্যাট ডিলিট করে দিতে পারেন। গ্রুপের নাম চেপে ধরে ডিলিট অপশন নির্বাচন করুন। এতে করে না দেখেই বার্তা মুছে ফেলা সম্ভব।

৪. গ্রুপ থেকে বের হয়ে যান:

যদি কোনো উপায়েই বিরক্তি না কাটে, তবে গ্রুপ থেকে বের হয়ে যাওয়া সবচেয়ে ভালো সমাধান। ‘গ্রুপ ইনফো’তে গিয়ে ‘এক্সিট গ্রুপ’ এ ক্লিক করে চলে যেতে পারেন। চাইলে বের হওয়ার আগে ছোট্ট বার্তায় নিজের কারণ জানিয়ে দিতে পারেন। 

যেসব গ্রুপের কর্মকাণ্ড বা আলোচনায় আপনি সায় দেন না, সেখানে না থাকাই ভালো। কারণ আপনার অজান্তেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় আপনার উপর এসে পড়তে পারে। সঠিক সময়েই এই সিদ্ধান্ত নেওয়া নিরাপদ।


বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর