৬ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১৭

সাইবার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা : গুগলের সতর্কতা

অনলাইন ডেস্ক

সাইবার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা : গুগলের সতর্কতা

গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি (CVE-2024-32896) সনাক্ত করেছে। এই ত্রুটির ফলে ব্যবহারকারীদের সাইবার হামলার ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

ত্রুটি সম্পর্কে জানতে পেরে গুগল তড়িঘড়ি করে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটি সকল ব্যবহারকারীকে দ্রুত এই প্যাচ আপডেট করে সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডের ফ্রেমওয়ার্ক কমপোনেন্টে থাকা এই ত্রুটি আক্রমণকারীদের স্মার্টফোন বা ট্যাবলেটের তথ্য চুরি করার সুযোগ দিতে পারে। যেহেতু এই ত্রুটি একাধিক সংস্করণে বিদ্যমান, তাই ব্যবহারকারীরা যেকোনো সময় সাইবার হামলার শিকার হতে পারেন। যদিও এখন পর্যন্ত কোনো হামলার ঘটনা ঘটেনি, তবে গুগল সবাইকে দ্রুত প্যাচটি নামিয়ে ব্যবহার করার জন্য সতর্ক করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর