২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫০

ইউক্রেনে নিষিদ্ধ টেলিগ্রাম?

অনলাইন ডেস্ক

ইউক্রেনে নিষিদ্ধ টেলিগ্রাম?

এখন থেকে ইউক্রেনের সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহার করতে পারবে না। দেশটির ন্যাশনাল সিকিউরিটি এন্ড ডিফেন্স কাউন্সিলের দাবি (আরএনবিও), এই পদক্ষেপের মাধ্যমে কিছুটা হলেও রুশ হুমকি ঠেকানো যাবে। 

শুক্রবার আরএনবিও জানিয়েছে, টেলিগ্রাম ব্যবহার করে শত্রুরা সাইবার হামলা, বিপজ্জনক সফটওয়্যার সরবরাহ এবং ব্যক্তির অবস্থান শনাক্তসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। 

আরএনবিও আরও জানিয়েছে, ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান কিলিরো বুদানভ বলেন, টেলিগ্রাম ব্যবহারকারীদের তথ্য খুব সহজেই হাতিয়ে নেয়া সম্ভব। এমনকি কোনো ম্যাসেজ মুছে ফেললে তাও উদ্ধার করা সম্ভব। 

তিনি আরও বলেন, ‘আমি সব সময় বাক স্বাধীনতাকে সমর্থন জানিয়েছি। তবে বাক স্বাধীনতার ক্ষেত্রে টেলিগ্রাম ইস্যু হতে পারে না। কারণ এটি আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর