৪ অক্টোবর, ২০২৪ ২০:৩০

হোয়াটসঅ্যাপ চালু করছে ভুয়া তথ্য ঠেকানোর নতুন ফিচার

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপ চালু করছে ভুয়া তথ্য ঠেকানোর নতুন ফিচার

অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে পড়ে, যা ভুল বোঝাবুঝি এবং অপ্রত্যাশিত ঘটনাকে উসকে দিতে পারে। এর প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে আসছে, যা মাধ্যমে যেকোনো ওয়েবসাইটের লিংক বা সংবাদের সত্যতা যাচাই করা যাবে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো- ভুয়া লিংক ও সংবাদ ছড়ানো রোধ করা। বিশেষ করে অপরিচিত বা পরিচিত যেকোনো ব্যক্তির পাঠানো লিংক যাচাই করার সুযোগ দেওয়ার মাধ্যমে, ব্যবহারকারীরা আগে থেকেই সতর্ক থাকতে পারবেন। নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের "সার্চ অন ওয়েব" নামে পরিচিত এবং এটি বর্তমানে অ্যান্ড্রয়েড ২.২৪.২০.২৮ বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

বেটা সংস্করণের মাধ্যমে নির্বাচিত ব্যবহারকারীদের মতামত নিয়ে শিগগিরই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন ফিচার: ভুয়া তথ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা  
হোয়াটসঅ্যাপের পরিবর্তন নিয়ে গবেষণায় নিয়োজিত প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো-র তথ্যমতে, ব্যবহারকারীরা নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে পাওয়া যেকোনো লিংক বা সংবাদ সরাসরি গুগলে আপলোড করে সত্যতা যাচাই করতে পারবেন। এতে ভুয়া ওয়েবসাইট বা ভুল তথ্যের সম্ভাবনা দ্রুত নির্ণয় করা যাবে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতামত  
বিশ্লেষকরা বলছেন, হোয়াটসঅ্যাপে সাধারণত ভুয়া লিংক বা মিথ্যা তথ্য পাঠিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়। অনেক সময় ব্যবহারকারীরা না বুঝেই এইসব লিংক বা তথ্য পরিচিতদের কাছে ফরোয়ার্ড করে দেন। কিন্তু নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের চ্যাটবক্স থেকেই প্রাপ্ত তথ্য যাচাই করতে পারবেন, ফলে তারা ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে পারবেন। এটি গুজব প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 

তথ্য যাচাইয়ের এই সুবিধা ব্যবহারকারীদের জন্য ভুয়া লিংক প্রতিরোধে বড় ভূমিকা রাখবে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর