৫ অক্টোবর, ২০২৪ ২৩:২৯
নির্মাতাদের জন্য নতুন সুযোগ

শর্টস ভিডিওর সময় তিনগুণ বাড়াচ্ছে ইউটিউব

অনলাইন ডেস্ক

শর্টস ভিডিওর সময় তিনগুণ বাড়াচ্ছে ইউটিউব

টিকটকের মতো ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও শেয়ার করার জন্য ইউটিউবের শর্টস ভিডিও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করা গেলেও, নির্মাতাদের একাংশ মনে করছেন এই সময়সীমা কনটেন্টের মানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে ইউটিউব শর্টসের সময়সীমা তিন গুণ বাড়িয়ে সর্বোচ্চ তিন মিনিট করার ঘোষণা দিয়েছে। 

ইউটিউব এক ব্লগ পোস্টে জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে নির্মাতারা ৩ মিনিট পর্যন্ত শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। নতুন এই পরিবর্তন বর্গাকার এবং লম্বা ফ্রেমের উভয় ধরনের ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে নির্মাতারা আরও বেশি তথ্য ও বিনোদনমূলক কনটেন্ট সহজেই যুক্ত করতে পারবেন। আগের ৬০ সেকেন্ডের শর্টস ভিডিওগুলোও দেখা যাবে, ফলে ব্যবহারকারীদের মধ্যে কনটেন্টের বৈচিত্র্য আরও বাড়বে। 

বাজার বিশ্লেষকরা মনে করছেন, ইউটিউবের এই পদক্ষেপ কনটেন্টের মান আরও উন্নত করতে ভূমিকা রাখবে। কারণ, নির্মাতাদের কাছে এখন আরও বিস্তারিতভাবে ভিডিও বানানোর সুযোগ থাকছে। এর ফলে বিভিন্ন বিষয়ের গভীরে গিয়ে শর্টস ভিডিও তৈরি করা যাবে, যা আগে সময়ের সীমাবদ্ধতার কারণে সম্ভব ছিল না। নতুন এই সময়সীমা কেবল ভিডিওর মানই বাড়াবে না, ব্যবহারকারীদের জন্যও আরও আকর্ষণীয় এবং বিনোদনমূলক কনটেন্টের সুযোগ সৃষ্টি করবে। 

কনটেন্ট নির্মাতাদের জন্য সুযোগ আরও বিস্তৃত
নতুন এই সুবিধা ব্যবহার করে নির্মাতারা যে কোনো বিষয় নিয়ে আরও দীর্ঘ ও তথ্যবহুল ভিডিও তৈরি করতে পারবেন। এতে শর্টস ভিডিওগুলোকে আরও কার্যকর ও প্রভাবশালী করে তোলার সুযোগ পাবেন তারা। ইউটিউবের বর্তমান আপডেট ব্যবহারকারীদের কাছে আরও মানসম্পন্ন ও বৈচিত্র্যময় ভিডিও উপস্থাপনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ উদ্যোগে ইউটিউব কেবল নির্মাতাদের জন্য সুবিধা দিচ্ছে না, একই সঙ্গে প্ল্যাটফর্মের মধ্যে নতুন ধরণের কনটেন্ট ব্যবহারের অভিজ্ঞতাও আনছে। শর্টসের সময় বাড়ানোর ফলে বিনোদন ও তথ্যপ্রযুক্তির দুনিয়ায় ইউটিউবের অবস্থান আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর