শিরোনাম
১১ অক্টোবর, ২০২৪ ১৮:১১

থ্রিডি’তে দেখা গেল শতবর্ষ আগে অ্যান্টার্কটিকায় ডুবে যাওয়া জাহাজটিকে

অনলাইন ডেস্ক

থ্রিডি’তে দেখা গেল শতবর্ষ আগে অ্যান্টার্কটিকায় ডুবে যাওয়া জাহাজটিকে

অ্যান্টার্কটিকার বরফ শীতল পানিতে ডুবে থাকার একশ' বছরের বেশি সময় পর আইরিশ নাবিক স্যার আর্নেস্ট শ্যাকলটনের জাহাজ ‘এনডিউরেন্স’র বিস্তারিত উঠে এসেছে থ্রিডি স্ক্যানিংয়ে। যে ঘটনা এর আগে কখনও দেখা যায়নি।

১৯১৫ সালে জাহাজটি ডুবে যায়। এরপর এবারই প্রথম ওয়েডেল সাগরের তিন হাজার মিটার গভীরে থাকা জাহাজটি প্রথম জনসমক্ষে এলো। দেখে মনে হল জাহাজটি মাত্রই কাদা পানি থেকে উঠে জনসম্মুখে হাজির হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ডিজিটাল স্ক্যানিংয়ের এই ছবিটি তৈরি হয়েছে ২৫ হাজার হাই রেজুলিউশনের ছবি থেকে। ছবিগুলো ২০২২ সালে জাহাজটি খুঁজে পাওয়ার পরপরই ধারণ করা হয়েছিল।

‘এনডিউরেন্স’ নামে ডাকা এক তথ্যচিত্রের অংশ হিসেবে এই থ্রিডি স্ক্যানিং প্রকাশ পেয়েছে। যা শিগগিরই সিনেমা হলে দেখা যেতে পারে।

স্যার আর্নেস্ট শ্যাকলটন একজন অ্যাংলো-আইরিশ নাবিক, যিনি ‘ইম্পেরিয়াল ট্রান্স-অ্যান্টার্কটিক এক্সপিডিশনে’র নেতৃত্ব দিয়েছিলেন। এটিই প্রথম অভিযান, যেখানে কেউ অ্যান্টার্কটিকা ভূখণ্ড অতিক্রম করেছিল।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর