বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

১৫ মিনিটের ব্রাউজিং হিস্ট্রি মুছে দেওয়া যাবে অ্যান্ড্রয়েডে

রকমারি ডেস্ক

১৫ মিনিটের ব্রাউজিং হিস্ট্রি মুছে দেওয়া যাবে অ্যান্ড্রয়েডে

অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সর্বশেষ ১৫ মিনিটের ব্রাউজিং হিস্ট্রি মুছে দেওয়ার অপশন চালু হতে যাচ্ছে। এক বিবৃতিতে গুগলের নেড অ্যাড্রিআন্স জানায়, গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একটি ফিচার আনছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য উন্মুক্ত হবে। ফিচারটি অন্যান্য প্ল্যাটফরমেও খুব তাড়াতাড়িই আসবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটি আসবে এমন বলা হলেও এরই মধ্যে অনেকে ফিচারটি পেয়েছেন। অপশনটি গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করলে ডিলিট লাস্ট ১৫ মিনিট নামে দেখা যাচ্ছে। গুগল গত বছর মে মাসে এটি আসবে বলে জানালেও একটু দেরি করেই ফিচারটি আসছে। প্রতিষ্ঠানটি তখন জানিয়েছিল, গত বছরের শেষ নাগাদ ফিচারটি উন্মুক্ত হবে। আর বর্তমানে এ ফিচার ডেস্কটপে কবে আসতে পারে, সেটি সম্পর্কে এখনো কিছু জানায়নি গুগল। এ ছাড়া গুগলের আরও একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে যথাক্রমে ৩, ১৮ ও ৩৬ মাসের ইতিহাস মুছে ফেলা যাবে।   

সর্বশেষ খবর