সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

চিপের দাম বাড়ানোর বার্তা ইন্টেলের

টেক ডেস্ক

চিপের দাম বাড়ানোর বার্তা ইন্টেলের

প্রসেসরের জগতে ইন্টেলের রাজত্বে কথা কে না জানে। এবার তাদের তৈরি চিপের দাম বাড়ানোর বার্তা দিয়েছে ইন্টেল। নিজস্ব চিপ ও প্রসেসরের দাম বাড়ানোর ঘোষণার পরই ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ইন্টেল নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তাদের যুক্তিও শক্তপোক্ত। ইন্টেল বলছে, পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা কোম্পানিটি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় উৎপাদিত চিপের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। খুব শিগগিরই ইন্টেলের চিপের দাম বাড়ার বিষয়টি কার্যকর হতে পারে। তবে কী পরিমাণ দাম বাড়তে যাচ্ছে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। এদিকে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পণ্যভেদে দাম বাড়ানোর হার ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। দাম বাড়ানোর ফলে ইন্টেলের সার্ভার, ইনটেলের তৈরি সিপিইউ ব্যবহূত ব্যক্তিগত কম্পিউটার কিংবা ল্যাপটপ, ওয়াইফাই রাউটারের চিপসহ ইন্টেলের অন্যান্য পণ্যের দামও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।  চিপ সংকটে বিশ্বের শীর্ষ কোম্পানি চাহিদা মতো গাড়ি তৈরি করতে পারছে না, চাহিদা মতো তৈরি হচ্ছে না ল্যাপটপ-কম্পিউটার ও স্মার্টফোনও। চিপের এ সংকটে এসব প্রযুক্তিপণ্যের দাম এক দফা আগেই বেড়েছে। এবার ইন্টেল চিপের দাম বাড়িয়ে দিলে আরেক দফা এসব পণ্যের দাম বাড়বে। বাজারে এই দাম বাড়ানোর বড় প্রভাব পড়বে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সর্বশেষ খবর