শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে অদৃশ্য মেসেজ দেখা যাবে

টেক ডেস্ক

হোয়াটসঅ্যাপে অদৃশ্য মেসেজ দেখা যাবে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন ফিচারের মাধ্যমে অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ দেখতে পারবে। এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেও সেটি দেখতে পারবে। কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন সেকশন। ‘কেপট মেসেজেস’ নামের এই সেকশনে ব্যবহারকারীরা ডিসঅ্যাপিয়ার মেসেজগুলো স্টোর করেও রাখতে পারবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো ধরনের মেসেজ স্টোর করে রাখার সুযোগ নেই। এজন্য মাঝে মাঝেই ঝামেলায় পড়তে হয় ব্যবহারকারীকে। বিশেষত ডিজঅ্যাপিয়ার চ্যাট ইউজাররা চাইলে আর দেখতে পারে না। এখন থেকে বিভিন্ন ধরনের মেসেজ নতুন সেকশনের মাধ্যমে ইউজাররা স্টোর করে রাখতে পারবে। এবং মেসেজ অদৃশ্য হয়ে গেলও পরবর্তীকালে সেটি দেখতে পারবে। এ ছাড়া ফেসবুক-মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপেও অ্যাভাটার বানানো যাবে। ফিচারটি ব্যবহার করে নিজের ভার্চুয়াল অবয়ব তৈরি করা যাবে।   

সর্বশেষ খবর