ছবির বিশ্বাসযোগ্যতা অক্ষুণœ রাখার পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ করতে আছে নীল ব্যাচ। জেনে নিন কীভাবে পাবেন এই নীল ব্যাচ।
>> প্রথমেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করতে হবে ব্যবহারকারীকে। এরপর সামনে আসবে প্রোফাইল সেকশন।
>> সেখান থেকে ডানদিকের উপরের দিকের কোণে থাকা হ্যামবার্গার মেন্যুতে ক্লিক করতে হবে।
>> এ পর্যায়ে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে রিকোয়েস্ট ভেরিফিকেশনে যেতে হবে। একবার সেটি উড়হব করা হয়ে গেলে, নিজের পুরো নামটি লিখতে হবে।
>> এবার ন্যাশনাল আইডি কার্ডের মতো নিজের আইডেন্টিফিকেশন সঠিকভাবে লিখতে হবে। এরপর ক্লিক করুন সাবমিট অপশনে।
এখন অপেক্ষা করুন যাচাই প্রক্রিয়ার।