নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে ইসরায়েল, যা আগেই জানিয়ে দেবে রোগীর হার্ট ফেইলিউর হবে কি না! দেশটির বিজ্ঞানীদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রায় ৮০ ভাগ সঠিকতার সঙ্গে কয়েক সপ্তাহ আগেই হার্ট ফেইলিউর বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে পারবে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যন্ত্র তৈরি করতে সক্ষম হয়েছেন, যা ইসিজি (হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা) পরীক্ষার রিপোর্ট নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে হার্ট ফেইলিউরের ঘটনা আগাম জানাতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্রযুক্তি ইতোমধ্যে বেশ কিছু রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। মূলত মায়োসাইটিসে ভুগছে এমন রোগীদের ক্ষেত্রে এই প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, মায়োসাইটিস হলো এমন একটি অবস্থা যেখানে পেশিতে প্রদাহ হয়। প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন ইসরায়েলের রামবাম হেলথকেয়ার ক্যাম্পাসের প্রধান ডা. শাহার শেলি। নিজের আবিষ্কৃত যন্ত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘এটাই প্রথম কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা যা শুধু রোগীদের জন্য তৈরি করা হয়েছে।’