সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এক ক্লিকেই হোয়াটসঅ্যাপের ব্লক করার সুবিধা

এক ক্লিকেই হোয়াটসঅ্যাপের ব্লক করার সুবিধা

মেটা মালিকানাধীন মেসেঞ্জারে মেসেজ রিড না করে সেটি ডিলিট বা ব্লক করা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ না পড়ে বা কথোপকথন চালু না করে সেটি করা যায় না। ব্যবহারকারীদের এ বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন শর্টকাট ফিচার নিয়ে কাজ করছে মেসেজিং প্ল্যাটফরমটি। নতুন ফিচারে চ্যাটিং চালু না করেই ব্লক করা যাবে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নতুন কোনো চ্যাটিং শুরু হলে হোয়াটসঅ্যাপের থ্রিডট মেন্যু থেকে সেটিংসে প্রবেশ করতে হবে। সেখানে মোর মেন্যুতে প্রবেশ করে কোনো কন্টাক্ট ব্লক করতে চাইলে ব্লক ট্যাবে চাপ দিতে হবে। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ বর্তমানে দুটি কার্যকর শর্টকাট ফিচারের উন্নয়নে কাজ করছে। ব্লকিং ফিচারের প্রাথমিক ইন্টারফেস ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে কোনো কন্টাক্ট ব্লক করে দেওয়া যাবে। কারও সঙ্গে কথোপকথনের ট্যাবটিতে লং প্রেস করলে নিচের দিকে একটি উইন্ডো চালু হবে, যেখানে ব্লক অপশনও থাকবে।

সর্বশেষ খবর