সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

অটো-জিপিটি স্বয়ংক্রিয় কাজে সহায়ক?

টেকনোলজি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন এক বিস্ময়কর এজেন্ট বা প্রতিনিধি অটো-জিপিটি। অত্যাধুনিক এ প্রোগ্রাম প্রযুক্তিজগতে আরেক আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে। তথ্য বলছে, এটি একটি ওপেন-সোর্স প্রোগ্রাম, যা স্বাধীনভাবে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন ও পরিচালনা করতে জিপিটি-ফোরের মতো প্রযুক্তি ব্যবহার করে। এটি অনলাইনে সফটওয়্যার ও পরিষেবাগুলোর সঙ্গে ইন্টার‌্যাক্ট করতে পারে। ওপেনএআইয়ের সর্বশেষ এআই মডেলগুলোর বহুমুখী ব্যবহারের মাধ্যমে এটি স্বয়ক্রিয়ভাবে কাজ সম্পাদন করতে পারে। ফলে একে স্বয়ংক্রিয় কাজের সহায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অটো-জিপিটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। এটি গেম ডেভেলপার তোরান ব্রুস রিচার্ডসের তৈরি একটি ওপেন সোর্স অ্যাপ্লিকেশন। মূলত ওপেনএআইয়ের ‘জিপিটি-৩.৫’ ও ‘জিপিটি-৪’-এর মতো টেক্সট জেনারেটিং মডেল ব্যবহার করে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। এ স্বয়ংক্রিয় কাজের মধ্যে কোনো জাদু নেই। কেননা অটো-জিপিটি শুধু ওপেনএআই মডেলগুলোর প্রাথমিক প্রম্পটের কাজগুলো করে। একটি কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিভিন্ন জিজ্ঞাসা ও এর উত্তর দেওয়ার কাজটি সম্পাদন করে। সফটওয়্যার ডেভেলপার জো কোয়েন এর আগে অটো-জিপিটির সাহায্য নিয়েছেন। তিনি বলেন, ‘চ্যাটবটকেন্দ্রিক এআই মডেল যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটিতে আগে ক্রমাগত প্রম্পটিং দরকার পড়ত। সেখানে অটো-জিপিটি বেশ কয়েক ধাপের প্রজেক্টকে স্বয়ংক্রিয় করে তোলে।

 

সর্বশেষ খবর