সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপ আইওএসে নতুন ফিচার

টেকনোলজি ডেস্ক

হোয়াটসঅ্যাপ আইওএসে নতুন ফিচার

আইওএস প্ল্যাটফরম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফরোয়ার্ড করা মিডিয়া, মেসেজে বিস্তারিত তথ্য বা নির্দেশনা যুক্ত করা যাবে নতুন ফিচারে। তবে প্রথমে বেটা পরীক্ষকদের জন্য ফিচারটি চালু করা হয়। এখন হালনাগাদ ভার্সনের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আইওএসের ব্যবহারকারীরা ফরোয়ার্ড করা কোনো ছবি, ভিডিও, ডকুমেন্ট বা জিআইএফ থেকে ক্যাপশন মুছে ফেলার পর সেখানে বিস্তারিত যুক্ত করতে পারবে। ওয়াবেটাইনফো জানায়, অফিশিয়াল চেঞ্জলগে কাস্টম স্টিকার তৈরির বিষয়টিও রয়েছে। আগে বেটা ভার্সনে চ্যাট অ্যাপে ফিচারটি আনা হয়। এমনকি আগের ভার্সনগুলোয়ও তা বহাল রাখা হয়েছে। এর মাধ্যমে মেসেজিং প্ল্যাটফরমে থাকা ব্যবহারকারীরা দ্রুত ও সহজে আত্মীয়স্বজন ও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

সর্বশেষ খবর