সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

আইফোনে থাকছে না ফিজিক্যাল বাটন!

টেকনোলজি ডেস্ক

আইফোনে থাকছে না ফিজিক্যাল বাটন!

আইফোন নির্মিতা অ্যাপল আসছে আইফোন ১৫ সিরিজে বেশ পরিবর্তন এনেছে। বিশেষ করে নতুন আইফোন থেকে সব ধরনের ফিজিক্যাল বাটন অপসারণ করা হতে পারে। এর আগে বিশ্লেষক মিং-চি কুও দাবি করেন, আইফোন ১৫ সিরিজের মডেলগুলো একটি ‘সলিড স্টেট বাটন ডিজাইনের’ জন্য তাদের ফিজিক্যাল বাটনগুলোকে বাদ দিতে পারে। ফলে পাওয়ার বা ভলিউম বাটন থাকবে না। এদিকে গুঞ্জন রয়েছে, আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে সাবজেক্ট বা বিষয়বস্তুকে ৫ থেকে ৬ গুণ বড় করে ছবি তোলার সুযোগ থাকছে। জুম করে ছবি তোলা হলেও ছবির গুণগত মানে পরিবর্তন আসবে না। সম্প্রতি অ্যাপল বিশ্লেষক জেফ পু জানান, আইফোন ১৫ এর যে কোনো একটি মডেলে পেরিস্কোপ লেন্স থাকবে এবং সেই লেন্সের সাহায্যে বিষয়বস্তুকে অন্তত ১০ গুণ জুম করে ছবি তোলা যাবে।

সর্বশেষ খবর