শিরোনাম
সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

সমুদ্রে চিকিৎসায় ব্যবহার হবে ড্রোন

টেকনোলজি ডেস্ক

সমুদ্রে চিকিৎসায় ব্যবহার হবে ড্রোন

সমুদ্রে যাতায়াত করা অবস্থায় জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই বললেই চলে। এর জন্য তীরে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে এবার এ সমস্যা সমাধানের পরিকল্পনা করছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। সমুদ্রযাত্রীদের দ্রুততার ভিত্তিতে চিকিৎসাসামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে চালু হবে টেলিকনসালটেশন পরিষেবা। ফলে তীরে না এসেও ডাক্তারের সঙ্গে ভিডিও কনফারেন্সেং নেওয়া যাবে পরামর্শ। দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের শিপিং সংস্থার কর্মীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে পরিষেবাটি চালু করা হবে। আগামী জুলাইয়ে ‘টেলকো এম১’ এবং সিঙ্গাপুরের ‘ফুলারটন হেলথের’ মধ্যে অংশীদারির ভিত্তিতে এটি পরিচালিত হবে। সমুদ্রে ড্রোন এবং উচ্চমানসম্পন্ন ভিডিও কলের জন্য ব্যবহার হবে এম১-এর ফাইভজি মেরিটাইম নেটওয়ার্ক ব্যবস্থা।

সর্বশেষ খবর