শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

মানুষের চোখ যেন ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা

টেকনোলজি ডেস্ক

মানুষের চোখ যেন ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা

শারীরবিজ্ঞান বলছে, মানুষের চোখে ৫৭৬ মেগাপিক্সেল পর্যন্ত ভিউ দেখাতে পারে। অর্থাৎ সহজ কথায় বললে চোখ একবারে ৫৭৬ মেগাপিক্সেলের এলাকা দেখতে পারে।  যেখানে একটি আইফোন ১৪-এর ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল।

 

মানুষের চোখেও মেগাপিক্সেল আছে। চোখ মানুষের শরীরের একটি বিশেষ অঙ্গ। চোখের অপটিক লিস্টের কারণেই আমরা বিশ্বকে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে রং অনুভব করছি। শারীরবিজ্ঞান বলছে, মানুষের চোখে ৫৭৬ মেগাপিক্সেল পর্যন্ত ভিউ দেখাতে পারে। অর্থাৎ সহজ কথায় বললে চোখ একবারে ৫৭৬ মেগাপিক্সেলের এলাকা দেখতে পারে। যেখানে একটি আইফোন ১৪-এর ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। নিশ্চয়ই বুঝতে পারছেন মানবদেহ যত জটিল ততই আকর্ষণীয়। ফোনের প্রসেসরের মতো একইভাবে আমাদের মস্তিষ্ক দৃশ্যকে সম্পূর্ণভাবে প্রসেস করে। তবে এই ক্যামেরার মতো এটি শট নিয়ে তা মেমোরিতে জমা রাখে না। এটি অনেকটা গোয়েন্দার মতো, আপনার আশপাশের পরিবেশ থেকে ক্লু সংগ্রহ করে, তারপর সেগুলোকে আবার মস্তিষ্কে নিয়ে যায়। এরপর মস্তিষ্ক টুকরো টুকরো দৃশ্যগুলো একসঙ্গে করে একটি সম্পূর্ণ ছবি তৈরি করে। মানুষ বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের জ্যোতিও কমে যায়। অর্থাৎ যৌবনের চোখে সবকিছু যেমন স্পষ্ট দেখতে পান, বৃদ্ধ হলে তা দেখা যাবে না   

সর্বশেষ খবর