মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

মোবাইলেই স্বাক্ষর করুন সহজে

টেকনোলজি ডেস্ক

এখন আর কাগজে সই-সাবুদ করতে হয় না। ডিজিটালিই অনেক কিছু করা যায়। মোবাইলে খুব সহজেই যে স্বাক্ষর করা যায় তা অনেকেই জানেন না।

♦ প্রথমে স্মার্টফোনে অ্যাডবি অ্যাক্রোব্যাট রিডার অ্যাপটি সাইনইন করুন। এরপর সেখানে আপনার প্রয়োজনীয় দলিলের পিডিএফ ওপেন করুন।

♦ এ পর্যায় আপনার প্রয়োজন অনুসারে পিডিএফ ডকুমেন্টটি ওপেন করুন। ডকুমেন্ট ফোনের স্টোরেজে না থাকলেও সমস্যা নেই।

♦ অনলাইন ডিভাইস, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ বা ড্রপবক্স থেকেও ফাইল ওপেন করা যাবে।

♦ এরপর যেখানে স্বাক্ষর করা দরকার, সেই জায়গাটি সিলেক্ট করুন। সিলেক্ট করে এডিট আইকনে ক্লিক করুন।

♦ এরপর ফাইল অ্যান্ড সাইন অপশনে ট্যাপ করুন। সিগনেচার আইকনে ক্লিক করে ক্রিয়েট সিগনেচারে ক্লিক করুন।

♦ সাইন হেয়ার বক্স আসলে সেখানে আপনার স্বাক্ষর প্রদান করুন। স্বাক্ষর প্রদান শেষে চেক মার্ক আইকনে ক্লিক করুন, তাহলেই কাজ শেষ।

সর্বশেষ খবর