মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

‘ইনফো-স্টিলিং’ ম্যালওয়ারের মাধ্যমে সক্রিয় হ্যাকাররা

টেকনোলজি ডেস্ক

‘ইনফো-স্টিলিং’ ম্যালওয়ারের মাধ্যমে সক্রিয় হ্যাকাররা
বিশ্বজুড়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ আইবি। গ্রুপ আইবির তথ্যমতে, সাইবার হামলার মাধ্যমে ১ লাখ ১ হাজার ১৩৪টি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। এরই মধ্যে সাইবার হামলা চালিয়ে এক লাখেরও বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে একদল হ্যাকার। ফলে বিশ্বজুড়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ আইবি। গ্রুপ আইবির তথ্যমতে, সাইবার হামলার মাধ্যমে ১ লাখ ১ হাজার ১৩৪টি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। এর ফলে অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীদের ব্যাংকের তথ্য, ই-মেইল, পাসওয়ার্ড ও ফোন নম্বর নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতে ‘ইনফো-স্টিলিং’ ম্যালওয়ার ব্যবহার করেছে হ্যাকাররা। এশিয়া প্রশান্ত অঞ্চলের বিভিন্ন দেশের চ্যাটজিপিটি ব্যবহারকারীদের লক্ষ্য করেই এ ধরনের সাইবার হামলা সবচেয়ে বেশি হচ্ছে। এ অঞ্চলের প্রায় ৪০ শতাংশ চ্যাটজিপিটি অ্যাকাউন্ট এরই মধ্যে সাইবার হামলার শিকার হয়েছেন।

সর্বশেষ খবর