মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

স্টারলিংকের পরিষেবা নেবে জাপানের সামরিক বাহিনী

টেকনোলজি ডেস্ক

স্টারলিংকের পরিষেবা নেবে জাপানের সামরিক বাহিনী

আগামী অর্থবছরে ইলোন মাস্ক মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট পরিষেবা গ্রহণ করতে পারে জাপানের সামরিক বাহিনী। এজন্য বর্তমানে এ পরিষেবার পরীক্ষামূলক ব্যবহার চলছে বলে স্থানীয় গণমাধ্যম ইউমিউরি প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়-জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে জিওস্টেশনারি অরবিটে থাকা কমিউনিকেশন স্যাটেলাইট ব্যবহার করতে পারছে। তবে স্পেসএক্স পরিচালিত স্টারলিংকের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পৃথিবীর নিম্নকক্ষপথে থাকা স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়া যাবে। যুদ্ধের সময় বা যে কোনো দ্বন্দ্বের সময় যোগাযোগব্যবস্থা ও স্যাটেলাইটের ওপর আক্রমণ প্রতিহতে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশ। এর অংশ হিসেবে জাপান এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্চ মাস থেকেই জাপানের সামরিক বাহিনী স্টারলিংকের নেটওয়ার্ক পরীক্ষা করে আসছে। ১০টি স্থানে ও ট্রেনিংয়ে এ সিস্টেম চালু করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তবে এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর