শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নতুন অ্যাপ থ্রেড

টেকনোলজি ডেস্ক

নতুন অ্যাপ থ্রেড

এসেছে নতুন অ্যাপ থ্রেড। অ্যাপটি প্লেস্টোরে উন্মুক্ত। কী আছে এই অ্যাপে জেনে নিন-

 

টেক্সটনির্ভর যোগাযোগ : টেক্সটনির্ভর যোগাযোগ বাড়াতেই নতুন এই প্ল্যাটফরম বানানো হয়েছে। সর্বোচ্চ ২৮০ শব্দের থ্রেড দেওয়া যাবে। অবশ্যই প্ল্যাটফরমে বর্ণ-সংখ্যার ওপরও একটা সীমাবদ্ধতা থাকবে। প্ল্যাটফরমটি ডিসেনট্রালাইজড।

 

টুইটারের বিকল্প : টুইটারের থ্রেডে সবকিছুই এমনভাবে গোছানো যে টুইটারের মতোই লাগবে এখানে। সেই হিসেবে যারা টুইটার থেকে ভালো একটি প্ল্যাটফরম খোঁজ করছেন তাদের জন্য সুখবর অবশ্যই। লগইন করুন ইনস্টাগ্রাম

 

অ্যাকাউন্ট দিয়ে : থ্রেডে লগইন করার জন্য নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না। এখন যে কেউ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই লগইন করতে পারবেন। আপাতত বিস্তারিত অনেক কিছুই অজানা রয়ে গেছে। তবে কয়েকটি স্ক্রিনশট ফাঁস হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ চাইলে অ্যাপের ভেতর তার কন্টাক্টদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর