শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চ্যাটজিপিটি দিয়ে সিভি বানানোর উপায়

টেকনোলজি ডেস্ক

চ্যাটজিপিটি দিয়ে সিভি বানানোর উপায়

চাকরি পেতে আপনাকে অবশ্যই একটি আকর্ষণীয় রেজিউম বা সিভি তৈরি করতে হবে। যেখানে আপনার কাজের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা স্পষ্ট করে বোঝা যাবে। এজন্য চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করতে পারে। চ্যাটজিপিটি যে শুধু রেজিউম তৈরি করতে পারে, এমনটা নয়। এর পাশাপাশি বিভিন্ন সংস্থা অনুযায়ী রেজিউমে পরিবর্তনও করতে পারে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে চ্যাটজিপির মাধ্যমে সিভি তৈরি করতে পারবেন-

>> প্রথমে চ্যাটজিপিটিতে লগইন করুন। অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।

এরপর নিজের সম্পর্কে সব প্রাথমিক তথ্য দিন। প্রাথমিক তথ্য বলতে নিজের কাজের ক্ষেত্র এবং কাজের অভিজ্ঞতা ইত্যাদিকে বোঝায়।

>> তবে যতক্ষণ চ্যাটবটে তথ্যের অভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত এটি সঠিক ফলাফল দিতে পারবে না। তাই সঠিক ও সম্পূর্ণ তথ্য দিন।

>> আপনার কাজের অভিজ্ঞতা, কাজের স্থান, কাজের ধরন ও নিজের যোগ্যতার বিবরণও চ্যাটজিপিটিকে প্রদান করতে হবে।

>> এ ছাড়া আপনি কেমন কোম্পানিতে কী ধরনের কাজ করতে চাইছেন, সেই তথ্যও চ্যাটজিপিটি জানতে চাইবে।

এসব তথ্যের ভিত্তিতে চ্যাটজিপিটি সেই কোম্পানি এবং তার কাজের প্রোফাইল অনুযায়ী রেজিউমে তৈরি করতে পারবে।

সর্বশেষ খবর