রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অ্যান্ড্রয়েড বেটায় হোয়াটসঅ্যাপের স্টিকার

টেকনোলজি ডেস্ক

অ্যান্ড্রয়েড বেটায় হোয়াটসঅ্যাপের স্টিকার

২০১৮ সালে স্টিকার চালু করে হোয়াটসঅ্যাপ। থার্ড পার্টি কোম্পানি নির্মিত স্টিকার ইমপোর্ট করার সুবিধাও দেওয়া হয়েছিল। এখন বেটা ব্যবহারকারীদের জন্য স্টিকার সার্চ অপশন আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। বেটার হালনাগাদ আপডেটে ব্যবহারকারীরা কিবোর্ডের ওপর আলাদা স্টিকার ট্রে দেখতে পারবেন। চ্যাট বারে ব্যবহৃত ইমোজির সঙ্গে সম্পর্কিত স্টিকারগুলো এখানে দেখা যাবে। ফলে এখন থেকে ইমোজি, স্টিকার সহজে খুঁজে পাওয়া ও ব্যবহার করা যাবে। ফিচারটি চালু আছে কিনা সেটি যাচাইয়ের পদ্ধতিও জানান হয়েছে। এ জন্য কপি স্টিকার প্যাক ডাউনলোড করে সেখানে যে কোনো ইমোজি টাইপ করে দেখতে হবে। যদি ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি কার্যকর থাকে তাহলে নতুন স্টিকার ট্রে ব্যবহার করা যাবে। আজকাল ব্যবহারকারীদের মধ্যে স্টিকার প্যাকের সংখ্যা বাড়ছে। সেদিক থেকে ফিচারটি ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে। 

সর্বশেষ খবর