মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চ্যাটবট ‘বার্ড’ এখন কথা বলতে শিখেছে

চ্যাটবট ‘বার্ড’ এখন কথা বলতে শিখেছে

নিজস্ব চ্যাটবট ‘বার্ড’-এ বেশকিছু নতুন ফিচার যোগ করেছে সার্চ জায়ান্ট গুগল। ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন ও ছবিওয়ালা প্রম্পটের মাধ্যমে জবাব দেওয়ার সুবিধা যোগ করেছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বেশিরভাগ দেশেই চ্যাটবটটি পাওয়া যাচ্ছে। এক ব্লগ পোস্টে গুগল জানায়, ‘সঠিক শব্দ উচ্চারণ ও কবিতা বা স্ক্রিপ্ট শোনার’ সহায়ক উপায় হিসেবে। ব্যবহারকারী এতে কেবল একটি প্রম্পট বসিয়ে ও সাউন্ড আইকন বাছাইয়ের মাধ্যমে চ্যাটবটের কথ্য প্রতিক্রিয়া শুনতে পারেন। গুগলের তথ্য অনুসারে, এসব প্রতিক্রিয়া শোনা যাবে ৪০টিরও বেশি ভাষায়। ফিচারটি ব্যবহারকারীর প্রম্পটে ছবি যুক্ত করারও সুবিধা দেয়। পাশাপাশি, চ্যাটবটে আরও কয়েকটি নতুন ফিচার আনতে যাচ্ছে গুগল। এর মধ্যে রয়েছে কথোপকথন ‘পিন’ ও ‘রিনেইম’ করার, বন্ধুর সঙ্গে জবাব শেয়ার করার ও বার্ডের জবাবের কণ্ঠস্বর ও ভঙ্গিমা বদলে ফেলার মতো সুবিধা।

সর্বশেষ খবর