মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইউটিউবে বিজ্ঞাপন এড়ানোর সুযোগ নেই

ইউটিউবে বিজ্ঞাপন এড়ানোর সুযোগ নেই

ইউটিউবে দেখানো বিজ্ঞাপন প্রতিষ্ঠানটির আয়ের অন্যতম উৎস। তাই এবার নতুন নীতিমালা করতে যাচ্ছে ইউটিউব। অ্যাড ব্লকার ঠেকাতে ‘তিন স্ট্রাইক নীতিমালা’ তৈরি করেছে তারা। এ নীতিমালা না মানলে ইউটিউবের কোনো ভিডিও দেখতে পারবেন না অ্যাড ব্লকার ব্যবহারকারীরা। অ্যাড ব্লকার ব্যবহার করে তিনটি ভিডিও দেখলেই ভিডিও প্লেয়ার স্থায়ীভাবে ব্লক করা হবে। আপাতত এই নীতিমালা কার্যকর না হলেও তা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে অ্যাড ব্লকার ঠেকাতে বার্তা পাঠাচ্ছে ইউটিউব। বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে হলে অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম সুবিধা ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে এতে। ভিডিওতে বিজ্ঞাপন দেখতে হবে, অথবা মূল্য দিয়ে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে হবে। নতুন এ নীতিমালা চালু হলে বাধ্যতামূলক ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখতে হবে, অথবা প্রতি মাসে ১১ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম সুবিধা ব্যবহার করতে হবে।

সর্বশেষ খবর