শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কীভাবে যুক্ত হবেন ‘থ্রেডস’ অ্যাপে

টেকনোলজি ডেস্ক

কীভাবে যুক্ত হবেন ‘থ্রেডস’ অ্যাপে

টুইটারকে টেক্কা দিতে ‘থ্রেডস’ অ্যাপ এনেছেন মেটাপ্রধান মার্ক জাকারবার্গ। যা লঞ্চের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ১ কোটির বেশি ডাউনলোডের নজির সৃষ্টি করেছে। অ্যাপটিকে ইনস্টাগ্রামের এক্সটেনশন হিসেবেই নিয়ে এসেছে।  এর ফিচারগুলোর অনেকাংশেই মিল রয়েছে টুইটারের সঙ্গে। এক নজরে দেখে নেওয়া যাক মেটা থ্রেডস অ্যাপের সাইনআপ পদ্ধতি।

 

► প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ‘Threads an Instagram app’। তারপর অ্যাপটি ইনস্টল করে স্ক্রিনের নিচে ‘Log in with Instagram’ অপশনে ট্যাপ করতে হবে। এখানে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।

► threads প্রোফাইল সেটআপ করার জন্য দুটি অপশন পাবেন। একটি ইনস্টাগ্রামের প্রোফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন, যার জন্য ‘Import from Instagram’ বাটনে ট্যাপ করতে হবে।

► আরেকটি ম্যানুয়ালি নিজের বায়ো, লিংক ও প্রোফাইল পিকচার সেট করতে পারেন। এসব হয়ে গেলে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে।

► এবার পাবলিক ও প্রাইভেট দুটি অপশন আসবে। বয়স ১৮-এর নিচে হলে অটোমেটিক ডিফল্ট অপশন হিসেবে প্রোফাইল প্রাইভেট থাকবে।

► ইনস্টাগ্রামে আপনি যাদের ফলো করেন, তাদের এ অ্যাপে ফলো করতে পারেন কিংবা প্রক্রিয়াটি স্কিপ করে যেতে পারেন।

►  সব কাজ হয়ে গেলে ‘Join Threads’ অপশনে ট্যাপ করতে হবে। এ অ্যাপ সব ইউজারের জন্য সম্পূর্ণ ফ্রি।

সর্বশেষ খবর