শিরোনাম
শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

গুগল ম্যাপে ব্যক্তিগত তথ্য ঝাপসা করতে...

টেকনোলজি ডেস্ক

গুগল ম্যাপে ব্যক্তিগত তথ্য ঝাপসা করতে...

সম্প্রতি গুগল ম্যাপে যোগ হয়েছে নতুন স্ট্রিট ভিউ ফিচার। যেখানে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে এলাকার দোকান, গাড়ি পার্কিং,  রাস্তার নাম ইত্যাদি সব দেখা যায়। ফলে অনেকের ব্যক্তিগত তথ্য দুনিয়ার কাছে উন্মুক্ত হয়ে যাবে! যেমন- বাড়ির ঠিকানা, গাড়ির নম্বর প্লেট ইত্যাদি।

 

গুগল ম্যাপে যুক্ত হওয়া স্ট্রিট ভিউ ফিচারে নিজের বাড়ি বা ব্যক্তিগত তথ্য গোপন করতে চান? কীভাবে করবেন!

সম্প্রতি গুগল ম্যাপে যোগ হয়েছে নতুন স্ট্রিট ভিউ ফিচার। যেখানে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে এলাকার দোকান, গাড়ি পার্কিং, রাস্তার নাম ইত্যাদি সব দেখা যায়। ফলে অনেকের ব্যক্তিগত তথ্য দুনিয়ার কাছে উন্মুক্ত হয়ে যাবে! যেমন- বাড়ির ঠিকানা, গাড়ির নম্বর প্লেট ইত্যাদি। এসব বিষয় মাথায় রেখে বেশকিছু নিয়ম চালু করেছে গুগল। এ ক্ষেত্রে তথ্য উন্মুক্ত হওয়ায় আপত্তি থাকলে গুগলের কাছে আবেদন জানাতে পারেন। গুগল সেই ছবি ভেরিফাই করে সেগুলো ঝাপসা করে দেবে।

কীভাবে করবেন?

♦ ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার থেকে এ maps.google.com ওয়েবসাইটে যেতে হবে।

♦ লগইন করে সেই লোকেশনে যান যেগুলো আপনি ঝাপসা করতে চাইছেন।

♦ তারপর নেম ট্যাগে থাকা ডটগুলোতে ক্লিক করে ‘Report a Problem’ অপশন সিলেক্ট করতে হবে।

♦ এবার বাড়ির ঠিকানা, বিল্ডিং নম্বর যা কিছু আপনি ঝাপসা করতে চান সেগুলো সিলেক্ট করুন।

খেয়াল রাখবেন, গুগলে একবার যদি ছবি ঝাপসা হয়ে যায় তা আর সরানো যাবে না। আন-ব্লার করতে পারবেন না আপনি। তবে ছবি আপলোড করার আগে কী কী তথ্য ঝাপসা করা উচিত তা করার সুযোগ পাবেন।

সর্বশেষ খবর