রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আসছে চ্যাটজিপিটির অ্যান্ড্র্রয়েড ভার্সন

টেকনোলজি ডেস্ক

আসছে চ্যাটজিপিটির অ্যান্ড্র্রয়েড ভার্সন
মে মাসে এর আইওএস সংস্করণ উন্মোচনের সময় ওপেনএআই বলেছিল, তারা ‘শিগগিরই’ এর অ্যান্ড্রয়েড সংস্করণ আনবে।

চ্যাটজিপিটিই ছিল সবচেয়ে দ্রুতগতিতে জনপ্রিয়তা পাওয়া অ্যাপ, অন্তত মেটার থ্রেডস অ্যাপ উন্মোচনের আগ পর্যন্ত। সেই অবস্থান হারানো চ্যাটবট থেকে নতুন ঘোষণা এসেছে যেটি ফিরিয়ে দিতে পারে হারানো খেতাব-অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ওপেনএআই এক টুইটে বলেছে, চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালু হবে। তবে এর কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। কয়েক মাস আগেই আইফোন ও আইপ্যাডের মতো ডিভাইসের জন্য অ্যাপটির ‘আইওএস’ সংস্করণ চালু করেছে কোম্পানিটি। এরই মধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপটির প্রি-অর্ডার শুরু হয়েছে। মে মাসে এর আইওএস সংস্করণ উন্মোচনের সময় ওপেনএআই বলেছিল, তারা ‘শিগগিরই’ এর অ্যান্ড্রয়েড সংস্করণ আনবে। আর এখন সেটিই বাস্তব হতে চলেছে। ফেব্রুয়ারি থেকেই অ্যাপটির অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণ পাওয়া যাচ্ছে।  

সর্বশেষ খবর