সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইউটিউব শর্টসে স্টিকার

টেকনোলজি ডেস্ক.

ইউটিউব শর্টসে স্টিকার

এখন ইউটিউবের শর্টসের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা টাকাও আয় করেন। এবার শর্টসে কিউএন্ডএ স্টিকার যুক্ত হতে চলেছে। নির্দিষ্ট কয়েকজন ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে এ ফিচার ব্যবহার করতে দেওয়া হয়েছে। আপাতত ফিচারটি স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। মূলত শর্টসে এখন কন্টেন্ট ক্রিয়েটররা প্রশ্ন যুক্ত করতে পারবেন ও ব্যবহারকারীরা উত্তর দেবেন। অর্থাৎ কন্টেন্টের মাধ্যমেই এখন মতামত জানা যাবে। এ ছাড়া আগেও ইউটিউব কোলাব নামে একটি ফিচার যুক্ত করেছিল। আইফোনে এক পাশে ভিডিও এবং অন্য পাশে প্রতিক্রিয়া দেখা যায়।        

সর্বশেষ খবর