শিরোনাম
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

থ্রেডসের ওয়েব সংস্করণ চালু করল মেটা

টেকনোলজি ডেস্ক

থ্রেডসের ওয়েব সংস্করণ চালু করল মেটা
তুলনামূলক বড় স্ক্রিনে সামাজিক মাধ্যমটি ব্যবহারের সুবিধাকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। থ্রেডস অ্যাপের উন্মোচন ঘটে ৫ জুলাই। উন্মোচনের পাঁচ দিনেই ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে এটি

পেশাজীবী ব্যবহারকারীদের প্ল্যাটফরমে ধরে রাখা ও প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম এক্স-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সুবিধা পাওয়াই এর লক্ষ্য। পেশাজীবী ব্যবহারকারীদের প্ল্যাটফরমে ধরে রাখা ও প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম এক্স-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সুবিধা পাওয়ার লক্ষ্যে এবার থ্রেডস অ্যাপের ওয়েব সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে মেটা। মঙ্গলবারের ঘোষণায় মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ব্যবহারকারীরা এখন থেকে নিজের কম্পিউটার ব্যবহার করেই থ্রেডস অ্যাপের ওয়েব সংস্করণে কাজ করার সুযোগ পাবেন। থ্রেডসে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছাবে ‘আসন্ন দিনগুলোর মধ্যে’। নতুন সংস্করণ চালু করায় বিভিন্ন ক্ষমতাধর ব্র্যান্ড, কোম্পানি অ্যাকাউন্ট, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীদের কাছে অ্যাপটির গ্রহণযোগ্যতা বেড়ে যেতে পারে। তুলনামূলক বড় স্ক্রিনে সামাজিক মাধ্যমটি ব্যবহারের সুবিধাকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। থ্রেডস অ্যাপের উন্মোচন ঘটে ৫ জুলাই। উন্মোচনের পাঁচ দিনেই ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে এটি। তবে, এরপর থেকেই অ্যাপটির জনপ্রিয়তা কমতে থাকে ও ব্যবহারকারীরা তুলনামূলক পরিচিত সামাজিক মাধ্যম এক্স-এ ফিরে যেতে শুরু করেন। ১০ আগস্ট বাজার বিশ্লেষক কোম্পানি ‘সিমিলারওয়েব’-এর প্রতিবেদনে উঠে আসে, উন্মোচনের এক মাসের মধ্যেই থ্রেডসের অ্যান্ড্রয়েড সংস্করণে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক কোটি তিন লাখে, যা এক সময় ছিল চার কোটি ৯৩ লাখ। মেটা বলেছে, আসন্ন সপ্তাহগুলোয় নতুন এই ওয়েব সংস্করণে কোম্পানি আরও বেশ কিছু ফিচার যোগ করবে।

সর্বশেষ খবর