শিরোনাম
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পেইন্টে এআই ফিচার যুক্ত করবে মাইক্রোসফট

টেকনোলজি ডেস্ক

পেইন্টে এআই ফিচার যুক্ত করবে মাইক্রোসফট
অপ্রয়োজনীয় কোনো কিছু অপসারণ করা যাবে। ক্লিপিং টুলের মাধ্যমে ডিসপ্লের স্ক্রিনশট নেওয়া যায়। এআই ব্যবহারের সুবিধা যুক্ত হলে স্ক্রিনশট থেকে টেক্সট আলাদা করা যাবে বলে দাবি সংশ্লিষ্টদের

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি মাইক্রোসফটের পরিসেবায় ব্যাপক পরিবর্তন এনেছে। যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্টটি বর্তমানে পেইন্ট, ফটোজ ও ক্লিপিং টুল অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা যুক্ত করতে চাইছে। এসব অ্যাপে মাইক্রোসফট জেনারেটিভ এআই, অবজেক্ট আইডেন্টিফিকেশন ও অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ফিচার যুক্ত করতে চাইছে। খবর গিজচায়না। উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য পেইন্ট সবচেয়ে পুরনো ছবি এডিটিং টুল। বিশ্লেষকদের মতে, এআইয়ের সুবিধা যুক্ত হলে ছবি তৈরি ও সম্পাদনায় ব্যবহারকারীরা ভালো সুবিধা পাবেন। উদাহরণস্বরূপ নির্দিষ্ট রং ব্যবহার করে ক্যানভাস তৈরির কমান্ড দেওয়া যাবে। এ ছাড়া ছবিতে কোনো বস্তু যুক্ত করা বা টেক্সট প্রম্পটের মাধ্যমে ছবি তৈরি করা যাবে। অন্যদিকে ফটোজ হচ্ছে মাইক্রোসফটের একটি ম্যানেজমেন্ট অ্যাপ। এটি ব্যবহারকারীদের ছবি দেখা, এডিট বা সংরক্ষণে রাখতে সহায়তা করে থাকে। এআইয়ের সহায়তায় ফটোজ ব্যবহার করে ছবি থেকে ব্যক্তি ও যেকোনো বিষয় আলাদা করা যাবে। এ ছাড়া অপ্রয়োজনীয় কোনো কিছু অপসারণ করা যাবে। ক্লিপিং টুলের মাধ্যমে ডিসপ্লের স্ক্রিনশট নেওয়া যায়। এআই ব্যবহারের সুবিধা যুক্ত হলে স্ক্রিনশট থেকে টেক্সট আলাদা করা যাবে বলে দাবি সংশ্লিষ্টদের। ফলে স্ক্রিনশটের মাধ্যমে অন্য ভাষার মানুষের সঙ্গে সহজে যোগাযোগ করা যাবে।

সর্বশেষ খবর