শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্মার্ট টাচ কন্ট্রোলসহ বোটের স্মার্ট রিং

টেকনোলজি ডেস্ক

ওয়্যারেবল ডিভাইস হিসেবে অরার স্মার্ট রিং বাজারে বেশ হইচই ফেলেছে। এতদিন পর্যন্ত এটিই প্রচলিত ব্র্যান্ড ছিল। ফিটনেস ব্যান্ড ও স্মার্টওয়াচের পরিবর্তে ভবিষ্যতে হয়তো এ রিংয়ের ব্যবহার বাড়বে এমনটাই প্রত্যাশা প্রযুক্তিবিশারদদের। ভারতের বাজারে এতদিন আল্ট্রাহিউম্যান স্মার্ট রিং বাজারজাত করত। বর্তমানে এ খাতে যুক্ত হয়েছে বোট। গত মাসেই এটি বাজারজাতের কথা জানিয়েছে বোট। তবে এখন আনুষ্ঠানিকভাবে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

বোটের স্মার্ট রিংয়ে সিরামিক ও মেটাল ইউনিবডি ব্যবহার করা হয়েছে। রিংয়ের ভেতরে বিভিন্ন সেন্সর ব্যবহার করা হয়েছে। রিংয়ের ওপরের অংশে টাচ কন্ট্রোল সুবিধা দেওয়া হয়েছে। সেখানে মিউজিক প্লে-ব্যাক, ক্যামেরার শাটার চেপে ছবি তোলাসহ নেভিগেশন অ্যাপ ব্যবহারের সুবিধাও রয়েছে। একে সিক্স এক্সিস মোশন সেন্সর, হার্ট রেট মনিটর, এসপিওটু, স্লিপ ট্র্যাকার ও টেম্পারেচার সেন্সর রয়েছে।

বোটের স্মার্ট রিংয়ে ইমার্জেন্সি এসওএস ফিচারও রয়েছে। এর মূল্য ৮ হাজার ৯৯৯ রুপি। অ্যামাজন, ফ্লিপকার্টসহ ব্র্যান্ডের ওয়েবসাইটে আগামীকাল থেকে রিংটি কেনা যাবে।

সর্বশেষ খবর